শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০০

পিটিয়ে স্ত্রীকে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদীতে জসিম উদ্দিন (৩২) নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক জসিম উদ্দিন একই গ্রামের দুখু মিয়ার ছেলে এবং নিহত স্ত্রী রিনা আক্তার (৩০) ওই গ্রামেরই মহরম আলীর মেয়ে এবং তিনি তিন সন্তানের জননী।
কটিয়াদী মডেল থানার ওসি জনাব, এসএম শাহাদাত হোসেন জানান, মাদকাসক্ত জসিম উদ্দিন প্রায়ই তার স্ত্রী রিনা আক্তারকে মারধর করত। মঙ্গলবার রাতে সে তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে নিজেই লাশ হাসপাতালে নিয়ে আসে। আমরা তাকে গ্রেফতার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে এবং ঘাতক জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।