শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৩

প্রতিপক্ষের হামলায় নেত্রকোনার কেন্দুয়ায় কৃষক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে নেত্রকোনার কেন্দুয়ায় চাষাবাদের জমি নিয়ে বিরোধের জের ধরে সেলিম নামে (৪৫) এক কৃষক খুন হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সেলিম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাষাবাদের জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিল।
কেন্দুয়া থানার ওসি জনাব, মোঃ আলী হোসেন পিপিএম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক সেলিম খুন হয়েছেন। মরদেহের ময়না তদন্ত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”