রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৪১

সহকর্মীর হাতে একজন খুন হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহকর্মীর হাতে এক আনসার সদস্য খুন হয়েছেন। আজ শনিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ চত্বরে আনসার সদস্য আব্দুল কুদ্দুসকে গলা কেটে হত্যা করেন তারই সহকর্মী মো. শাহিন। এ ঘটনায় পুলিশ মো.শাহিনকে আটক করেছে এবং আটককৃত মো. শাহিন আব্দুল কুদ্দসকে খুন করার কথা স্বীকার করেছেন।
নিহতের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকরা গ্রামে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে আব্দুল কুদ্দুসকে হত্যার কথা স্বীকার করেন মো. শাহিন। দুজনের মধ্যে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে পুরো তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।