শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১০

এক যুবক খুন হয়েছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাত করে জাবেদ আলী (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আর এই ঘটনা ঢাকার সূত্রাপুর ধোলাইখালের রুকুনপুরে। রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আউয়াল বলেন, রাতে জাবেদ বাসার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও জানা যায়নি এবং বিস্তারিত তদন্ত চলছে।