ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ ঘরের শয়নকক্ষ থেকে সিরাজগঞ্জ সদরে সায়েম হোসেন (২৮) নামের এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী নোবিনা খাতুনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ হত্যাকাণ্ডের পর আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী নোবিনা খাতুনকে আটক করার পরে তার পরনের রক্তমাখা কাপড়ও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সংবাদ পেয়ে থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।