সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৬

ছুরিকাঘাতে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকার সাভারে আলামিন নামের (১৫) এক কিশোর খুন হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
আজ শুক্রবার (৮ জুলাই) সকালে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আলামিন নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রাতে সাভারের বাজার রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, কাজী মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীর পরিচয় ও হত্যার কারণ এখনো জানা যায়নি। অভিযান চলছে, আশা করি দ্রুতই অপরাধীরা গ্রেপ্তার হবে।