মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

দুইজনের গলাকেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ও ছেলেকে গলা কেটে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা, আর এই ঘটনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে। আজ রবিবার (৩ জুলাই) ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে এলাকাবাসীর খবরে, পুলিশ দুই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের গলাকেটে খুন করে ঘাতকরা পালিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিতদের কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের মূল কারণ এখনি বলা যাচ্ছে না এবং তদন্তের পর বিস্তারিত বলা যাবে।