ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনজির আহমেদ ওরফে মুনজির মাস্টার হত্যা মামলায় আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আর এই ঘটনা খুলনার মাত্তমডাঙ্গায়। একই সঙ্গে তাদের প্রত্যেককে আদালত ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।