ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, আর এই ঘটনা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামে। আজ সোমবার সকালে মেরিনা আক্তার (২৪) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর-শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে, তবে পলাতক রয়েছেন স্বামী মহিউদ্দিন।
মেরিনা সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের মেয়ে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।