ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাঁচামাল ব্যবসায়ী শরীফ শেখকে (৩৫) হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, আর এই ঘটনা ফরিদপুরে। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে।
রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের দোকান রয়েছে। পরিবারের অভিযোগ, তার কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: আব্দুল জলিল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।