ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রনি নামের এক ব্যক্তি নিজ হাতে স্ত্রীকে হত্যার পর কুষ্টিয়া সদর মডেল থানায় এসে পুলিশের কাছে ধরা দিয়েছেন, আর এই ঘটনা কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার। গতকাল বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লোকটি থানায় এসে নিজ স্ত্রীকে হত্যা করে এসেছেন বলে পুলিশকে জানালেও প্রথমে বিষয়টি আমরা আমলে নেইনি। এরপর লোকটি বললেন, আমাকে সঙ্গে নিয়ে আমার বাসায় চলেন, লাশ দেখাব। বললে নড়েচড়ে বসে পুলিশ। এরপর টহল পুলিশ ডেকে তাদের গাড়িতে করে নিয়ে ওই ব্যক্তির বাসায় গিয়ে পাওয়া যায় লাশ।
এরপর পুলিশ রত্না খাতুন (৩৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রত্না জেলার মিরপুর উপজেলার চারমাইলের নাজিম উদ্দীনের মেয়ে। তার স্বামী রনি হোসেন কুষ্টিয়া শহরের বটতৈল এলাকার বাসিন্দা। তিনি ইজিবাইকচালক। তাদের দুই সন্তান রয়েছে।
পারিবারিক অবিশ্বাস থেকে রনি স্ত্রীকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।