ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মৌলভী আনাসকে (৪০) গ্রেফতার করা হয়েছে, আর এই ঘটনা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে। এ নিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হল।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ক্যাম্প-১৯ থেকে তাকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি ক্যাম্প-১৯ এর ব্লক-ডি-৫ এর মৌলভী জকরিয়ার ছেলে। মামলাটির ১৪নং আসামি তিনি।
বিষয়টি জানিয়েছেন, ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জনাব, কামরান হোসেন।
তিনি জানান, রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে আনাস অনেকটা আড়ালে চলে যান। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাকে ধরা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানা গেছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।