রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৩২

দেশবাসীর জন্য হজ্জ যাত্রীদের কাছে দোয়া চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ্জ কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীর আশেকোনায় হজ্জ ক্যাম্পে মূল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ্জ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হজ্জ যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। হজ্জে গিয়ে সৌদি আরবের নিয়ম ও আইন মেনে চলবেন। নিজের সুস্থতা নিশ্চিত করে যাবতীয় কার্যক্রম করবেন। ই-হজ্জ ব্যবস্থা চালু করা হয়েছে, এতে করে হাজিদের কষ্ট লাগব হয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে হজ্জ করে আসতে পারেন এই প্রত্যাশা করি।