মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:১২

প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেয়ার কারণে প্রতিবাদ করায় এক ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আর এই ঘটনা ঢাকার সাভারে। গত সোমবার রাত ১০টার দিকে আড়াপাড়া এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে বখাটেরা এবং গতকাল বুধবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শাহারিয়ার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।