সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩৯

পুলিশ, এক নারীর লাশ উদ্ধার করেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পল্লীতে। বুধবার সন্ধ্যায় বের হয়ে নিখোঁজের পর রাত ৯টার দিকে লাশের সন্ধান পায় পরিবারের সদস্যরা। নিহত তাছলিমা বেগম উপজেলার লক্ষীপুর গ্রামের চারমাথা গ্রামের আলম হোসেনের স্ত্রী। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মঈন উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং এটি একটি হত্যাকাণ্ড। তবে কিভাবে বা কি কারণে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা এ মূহুর্তে বলা সম্ভব না। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।