ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিঁধ কেটে ঘরে ঢুকে ঢাকার ধামরাইয়ে চন্দ্রবানু (৬২) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রাম। নিহত নারী দক্ষিণ খরারচর গ্রামের মৃত রিয়াজুল ইসলাম রেজু মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে চন্দ্রবানু খাবার খেয়ে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন। আজ সকালে দরজা খোলা অবস্থায় দেখতে পান তাঁর স্বজনরা এবং ঘরে ঢুকে চন্দ্রবানুর রক্তাক্ত লাশ দেখতে পান তাঁরা। ঘরে সিঁধ কাটা ছিল।
চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, নিহত চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মালামাল লুটে নিতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।