রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:১৭

থানা পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এনামুল হক (৩০) নামের বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের ছেলে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, শহীদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের গলায় ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।