ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শনিবার রাতে রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে মোঃ শান্ত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বন্ধু নুরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে সাতজন লোক শান্তকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে শান্তর বন্ধুরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।