মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৭

এক নেতা খুন হয়েছে সন্ত্রাসীদের গুলিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে যশোরের অভয়নগরে খন্দকার রকিবুল ইসলাম (৩৮) নামে ফুলতলা বণিক সমিতির এক নেতা খুন হয়েছেন। এসময় তাঁর সঙ্গে থাকা স্ত্রীও আহত হন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের দত্তগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
খন্দকার রকিবুল ইসলাম খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। তিনি ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির প্রচার সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভয়নগর উপজেলার সীমান্তে দত্তগাতী গ্রামে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে খন্দকার রকিবুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তাঁর স্ত্রীও আহত হন। মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।