ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে খুন করার ঘটনা ঘটেছে, আর এই ঘটনা কুমিল্লায়। বুধবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধের পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সহিদুর রহমান।
তিনি বলেন বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে গোমতী নদীর বেড়িবাঁধ পালপাড়া ব্রিজ এলাকায় কয়েকজন যুবক তরুনের ওপর হামলা চালায়। এ সময় ওই তরুণের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হবে।