ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. আবু বক্কর (৪৭) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একজনকে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার খাড়েরা এলাকার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কসবা থানার ওসি জনাব, মো. আলমগীর ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান।