ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে। গতকাল শুক্রবার রাতে নগরের জামালখান চেরাগী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতার নাম আসকার বিন তারেক ওরফে ইভান (১৮)।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আসকারকে কী কারণে খুন করা হয়েছে, তা বলতে পারছে না তার পরিবার। তবে তার চাচা মোহাম্মদ পারভেজ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাহিদুল কবির জানান, এ ঘটনায় রাতে একজনকে আটক করা হয়েছে।