ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবাসিক এক হোটেলে এক নারীকে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ, আর এই ঘটনা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে।
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাত সাড়ে ৮টায় নাটোরের সদর থানার আগদিঘা গ্রামে অভিযান চালিয়ে আসামি মো. মিঠুন আলীকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিঠুন জেলার সদর থানার আগদিঘা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে কমিশনার জনাব, মো. আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।