ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই ঘটনা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাঁচা রাস্তার মাথা এলাকায়। এছাড়া এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঈদগাঁহ কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম (১৫) হালিশহর বউ বাজার এলাকার মোঃ জহিরের ছেলে এবং আহত ইমন (১৬) একই এলাকার দুলালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ফাহিম ও তার বন্ধু ইমন বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাদের দু’জনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ফাহিমের বাবা মোঃ জহির তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যান।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ফাহিম ও ইমনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ফাহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইমনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। তবে ফাহিম ও ইমনের বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।