রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৫৯

সংবাদকর্মী নিহত হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে এক সংবাদকর্মী নিহত হয়েছেন, আর এই ঘটনা কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, মহিউদ্দিন সরকার নাঈমকে রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শরীরে চার-পাঁচটি গুলি লেগেছে। আমরা তাঁকে মৃত অবস্থায় পাই।
বুড়িচং থানার ওসি জনাব, আলমগীর হোসেন বলেন, হায়দ্রাবাদনগরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গত রাতে চার-পাঁচজনের একদল দুর্বৃত্তরা সংবাদকর্মী নাঈমকে এলোপাতাড়ি গুলি করে। গুলির শব্দ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে হাসপাতালে পাঠান এবং এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটা এখনো জানতে পারিনি। স্থানীয়রা বলেছে যারা গুলি করেছে তারা মাদক ও চোরাকারবারি। আমরা ঘটনার তদন্ত করে দেখছি।