ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের হামলায় যশোরের চৌগাছায় দুই সহোদর ভাই নৃশংসভাবে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরেকজন।
নিহতরা হলেন স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আয়ুব আলী খান (৬০) ও ইউনুছ আলী খান (৫৫) এবং হামলায় আয়ুব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০) গুরুতর আহত হন। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ জনাব, সাইফুল ইসলাম জানান, ঘটনার তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ছাড়া যারা পলাতক তাদেরকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।