ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজ ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে আশুলিয়ায় ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় গাড়িটি জব্দসহ আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়া থানার এএসআই ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় পেঁয়াজ ভর্তি ওই পিকআপে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনকে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।