ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ মাসের শিশু কন্যাকে মাটিতে আছড়ে ও লাথি মেরে হত্যা করা হয়েছে আর এই ঘটনা উল্লাপাড়ায়। এ অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবা রঞ্জু মিয়ার (২৫) বিরুদ্ধে।
গতকাল বুধবার বিকেলে উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় রঞ্জু মিয়াকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতীর বিয়ে হয়। রঞ্জু মিয়া একজন মাদকাসক্ত এবং তাদের ঘরে তাদের রাইসা নামে ৩ মাসের শিশু রয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাইসার লাশ উদ্ধার করে। চৌবিলা পশ্চিশপাড়া গ্রামেরপাশ থেকে কন্যা হত্যাকারী বাবা রঞ্জু মিয়াকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।