ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী হত্যা মামলায় পিরোজপুরের কাউখালীতে স্ত্রী সালমা আক্তার ওরফে রিতা বেগমের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ মামলার অন্য আসামি লিটু হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
গতকাল পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ জনাব, এস এম নুরুল ইসলাম এ রায় দেন।