শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৯

ছুরিকাঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডা. বুলবুল হোসেন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন আর এই ঘটনা রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকায়। তিনি দাঁতের ডাক্তার ছিলেন। শনিবার ভোরে ছুরিকাঘাতে আহত হলে তাকে আল হেলাল হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে নেওয়া হয়েছে। জানা গেছে, মগবাজারে বুলবুলের চেম্বার রয়েছে।
মিরপুর থানার ওসি জনাব, মোস্তাজিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা ডাক্তার বুলবুলকে ছুরিকাঘাত করে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।