সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৯

মাদক কারবারি গ্রেফতার ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১১শ পিস ইয়াবাসহ ঝালকাঠির রাজাপুরে নাইমুর রহমান ওরফে খৈয়াম (৩০) নামে এক মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শুক্রবার (২৫ মার্চ) দুপুরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাত সারে ৯টার দিকে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দ্রপাশার নিজ বাড়ি থেকে খৈয়ামকে ১১শ পিছ ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাত সারে ৯টার দিকে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, পুলক চন্দ্র রায় বলেন, রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ইশতিয়াক হোসেন বাদী হয়ে মামলা করেছেন।