মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৯

স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরকারিতে লবন বেশি দেওয়ার কারণে বগুড়ার ধুনটে মিথিলা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন আলীর বিরুদ্ধে।
শুক্রবার সকাল ৫টার দিকে পুলিশ স্বামীর ঘর থেকে মিথিলার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। একই সাথে ইয়ামিন আলীকে (২৫) আটক করেছে পুলিশ। ইয়ামিন আলী একই এলাকার চর জোলাগাতী গ্রামের সাইফুর রহমানের ছেলে। সে পেশায় নির্মান শ্রমিক। মিথিলা উপজেলার পিরহাটি গ্রামের অটোভ্যান চালক রেজাউল করিমের মেয়ে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল থেকে মিথিলার লাশ উদ্ধার ও ইয়ামিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, কৃপা সিন্ধু বালা জানান, নিহত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থাসহ সকল আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।