ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাসদের অন্যতম নেতা ও জেলার হিন্দু-বৌদ্ধ ওখ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাবু রনজিৎ কুমার সিংহ রায়কে গুলি করে হত্যার দায়ে আবু দাউদ হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ায় অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার বিকেলের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, তাজুল ইসলাম এ রায় দেন।