মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৫২

পুকুরের পানিতে ডুবে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপি’র ২নং ওয়ার্ডস্থ খামার পাড়া এলাকায় ২ চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তারা হলো- ওই এলাকার নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (৩)। তারা দুজনে আপন চাচাতো বোন।
পরিবার সূত্রে জানা যায়, তারা দুজনে একসাথে খেলা করছিল। এমন সময়ে ১০ মিনিটের মধ্যে তারা নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের দেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাদের দুজনকেই মৃত ঘোষণা করে চিকিৎসক।
বিষয়গুলো নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ইমার্জেন্সি চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।