মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২১

আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে পুড়েছে তিনটি বসতঘর আর এই ঘটনা ময়মনসিংহের ফুলপুরে সাহাপাড়া হিন্দু পল্লীতে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করছেন ফুলপুর ফায়ার সার্ভিস অফিস।
ভুক্তভোগী পরিবারের দাবি এ অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে ২০ লাখ টাকার ওপরে।
খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের লোকজন ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক চলে আসেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর পৌরসভার মেয়র শশধর সেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী মনিরুজ্জমানসহ প্রশাসন ও রাজনৈতিক দলের লোকজন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।