শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:০৪

একটি লাশ মিলল ভবনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন একটি ভবন থেকে কুমিল্লার বুড়িচংয়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই শিশুকে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছিল। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামে নির্মাণাধীন একতলা ভবনের একটি কক্ষ থেকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজি হাসান উদ্দিন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলমগীর হোসেন বলেন, ছেলেটির শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। হত্যার পেছনে কে বা কারা আছে, সেটি আমরা তদন্ত করে দেখছি এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।