ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন ধান গবেষণা রোডে গতকাল ২১/০২/২০২২ইং তারিখ আনুমানিক সকাল ৬:৩০ মিনিটের সময় আক্কেল মিয়ার চায়ের দোকানের বাম পাশে, মোঃ মাওলানা শহিদুল ইসলাম (ইমাম ও খতিব সাগরদী তালুকদার জামে মসজিদ)
এর একটি ফার্নিচারের কারখানায় হঠাৎ আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে মানুষ দেখে আগুন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।
পরে বরিশাল ফায়ার সার্ভিসেরল একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্র এখনো জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন মালিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।