শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:০৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের হেঁয়াকো কড়ই বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. ছিদ্দিক মিয়া (৫৫)। তিনি বাগান বাজার ইউপির দক্ষিণ পানুয়া এলাকার মৃত আমবর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, করেরহাট এলাকা থেকে ছেড়ে আসা ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বারৈয়ারহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন বলেন, ‘মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কড়ই বাগান এলাকায় মো. ছিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আমারা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছি।