ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি তালাবদ্ধ বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে ময়মনসিংহের ভালুকায় তিন শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি জনাব, কামাল হোসেন জানান, নিহতরা হলো—খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। তাদের বাবার নাম সুমন মিয়া এবং সুমন ও তাঁর স্ত্রী পোশাক কারখানার কর্মী। তাঁরা সন্ধ্যার পর তিন শিশুকে ভাড়া বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন।
মা-বাবা আসার আগেই রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।