শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:১২

গাড়িচাপায় নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে একজন দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে নিহত হয়েছেন।
নিহত মো. জাহাঙ্গীর আলম শেরপুর জেলার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল ১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে ডিউটিরত ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১টায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা বাস এসআই জাহাঙ্গীর আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার জনাব, মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দাউদকান্দি টোলপ্লাজাসহ আশপাশের এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা রক্ষায় ডিউটিরত অবস্থায় গাড়িচাপায় মৃত্যু ঘটে এই পুলিশ কর্মকর্তার। লাশের সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।