ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন আর এই ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায়। এতে আহত হয়েছেন আরো অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিপ্লব শাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই স্থানীয়রা এবং স্বজনরা আহতদের হাসপাতালে নিয়ে যান এবং দুর্ঘটনায় দিদার ও শাহজহান নামে দুজন চমেক হাসপাতালে মারা গেছেন।