ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ময়মনসিংহের মুক্তাগাছায় রিনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রিনা উপজেলার ধনুকা এলাকার সুরুজ আলীর স্ত্রী। বুধবার সকালে মুক্তাগাছা টু জামালপুর রোডের ঘাটুরী বলের বিল পাকারাস্থার মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিনা উপজেলার চেচুয়া বাজার থেকে সিএনজি যোগে ময়মনসিংহের উদ্দেশ্য যাওয়ার পথে মুক্তাগাছার ঘাটুরী বলের বিল নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক সিএনজিকে চাপা দিয়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ফেলে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটি জব্দ করে। গাড়িটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।