মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

সড়ক দুর্ঘটনার কারনে গাড়ি চালক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ৯ ফেব্রুয়ারী ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে পালাতে গিয়ে চাঁদের গাড়ী উল্টে দুই স্কুলছাত্রী নিহতের ঘটনায় অবশেষে গাড়ীর চালক মো. আলা উদ্দীনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
দূর্ঘটনার পর দিন নিহত স্কুলছাত্রী মিশু আক্তারের চাচা আয়ুব আলী বাদী হয়ে গাড়ী চালক মো. আলা উদ্দীনকে একমাত্র আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ঘটনার ছয় দিন পর অবশেষে মামলার একমাত্র আসামি গাড়ী চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত চাঁদের গাড়ী চালক আলা উদ্দীন উপজেলার নারায়ণহাট ইউপির জুজখোলা গ্রামের মো. রুহুল আমিন প্রকাশ তনু ফকিরের ছেলে।
এ বিষয়ে ফটিকছড়ি থানা ওসি জনাব, রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার পর থেকে পলাতক চাঁদের গাড়ী চালক মো. আলা উদ্দীনকে গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। অবশেষে আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর পাই যে, আসামি মো. আলা উদ্দীন নগরীর বায়জিদ থানা এলাকায় অবস্থান করেছে। সাথে সাথে আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি এবং গত রবিবার রাত ১২ টায় নাগাদ চট্টগ্রাম নগরীর বায়জিদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামির বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।