ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেন থেকে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৌরসভাধীন শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশন ছেড়ে শেখ পাড়া এলাকায় এসে পৌঁছলে এক যুবক (২২) ট্রেনটি থেকে হঠাৎ পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির এসআই মো. খোরশেদ জানান, ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছেড়ে যাবার পর পরই শেখ পাড়া এলাকায় যুবকটি ট্রেন থেকে পড়ে যায় বলে সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমরা লাশ উদ্ধার করেছি। তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করব। তাতেও না মিললে ডিএনএ টেস্ট করা হবে।