ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে এমদাদুল হক (৬২) এবং তার নাতি রাকেশ মিয়া (৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
জানা যায়, বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ্যুতের তারে ছিদ্র থাকায় তিনি পানিতে নামলে বিদ্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলমগীর হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।