ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে আর এই ঘটনা রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল রুটের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর গোহাট রেল গেটে।
নিহত আব্দুস সালাম মোল্যা (৫৭) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদি গ্রামের জনাব আলী মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী লোকাল ট্রেনে কাটা পড়েন আ. সালাম। তিনি বহরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।