ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪৬ বছর বয়সী সেলিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার বেলা ১২ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন শফিউল আজম জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮০০ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন এবং বাকিরা অন্য জেলার বাসিন্দা।