শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

টিকা দেওয়া হবে ১২ বছর বয়সী শিশুদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব, জাহিদ মালেক বলেছেন ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের সবাইকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছর বয়সী সবাই বুস্টার ডোজ পাবেন। এর আগে ৫০ বছর বয়সসীমা থাকলেও টিকা দেওয়ার হার কম হওয়ায় এখন তা কমিয়ে ৪০ বছর করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে তিনি এসব কথা বলন।