ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় তিনজন নিহত হয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক জাহিদুল ইসলাম (৩৫), যাত্রী আব্দুর রাজ্জাক (৩৫) ও আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ।
তিনি জানান, পাটুরিয়াঘাটগামী একটি বাস মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশারকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অন্য একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা হবে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।