শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৫৯

একজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুস সালাম (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আর এই ঘটনা সিরাজগঞ্জের উল্লাপাড়ার। আজ সোমবার সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া একটি কোচের ধাক্কা লেগে মাটিতে পড়ে যান সালাম। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় তিনি মারা যান।